প্রথমবার একসঙ্গে ওয়েবফিল্মে প্রীতম হাসান–তানজিন তিশা

প্রীতম ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

রূপকথার সেই গল্পের মতো না হলেও, ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চরকি অরিজিনাল ফিল্ম 'ঘুমপরী'। 

এতে অভিনয় করছেন তানজিন তিশা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম চরকির সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। 

এই ওয়েবফিল্মে তিশার সঙ্গে জুটি বাঁধবেন প্রীতম। আরও আছেন পারসা মাহজাবীন।  

তানজিন তিশা বলেন, 'গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে, আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুভ ভালো লাগবে।'

প্রীতম হাসান বলেন, 'খুব সুন্দর গল্প। এরই মধ্যে এই নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি "ঘুমপরী" দর্শকদের আরও ভালো লাগবে।'

নির্মাতা জাহিদ প্রীতম জানান, 'গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে।' 

আজ ১০ ডিসেম্বর চরকির অফিসে ওয়েবফিল্মটির চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীর ও নির্মাতা জাহিদ প্রীতম। চরকির  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনিও ছিলেন। 

Comments

The Daily Star  | English
donald trump tariff policy impact on america

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

6h ago