গ্র্যামিতে মনোনয়ন পেলেন বাংলাদেশি কণ্ঠশিল্পী আরমীন মুসা
বাংলাদেশি কণ্ঠশিল্পী আরমীন মুসার 'জাগো পিয়া' গানটি ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। ফলে, এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো শিল্পীর গান গ্র্যামিতে মনোনয়ন পেল।
গানটি লিখেছেন আরমীন মুসার মা নাশিদ কামাল। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে 'শুরুওয়াত' অ্যালবামটি মনোনয়ন পায়। অ্যালবামটিতে কাজ করেছেন ভারতের শংকর মহাদেবন এবং ওস্তাদ জাকির হোসেন।
গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদের মধ্যে আছেন- আনুষ্কা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন বিয়ন্সে।
আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর বসবে।
Comments