ইমরান-পূজার মিউজিক ভিডিওতে দিঘী

গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
মিউজিক ভিডিওতে ইমরান, পূজা ছাড়াও অংশ নিয়েছেন দীঘি ও জিলানী। ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর নতুন দ্বৈত গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী ইমরান ও বাঁধন সরকার পূজা। গানের শিরোনাম 'চোখে চোখে'। 

গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। 

গানটির মিউজিক ভিডিওতে ইমরান, পূজা ছাড়াও অংশ নিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও জিলানী। আগামী ৫ নভেম্বর সিএমভি অডিও প্রতিষ্ঠানের ব্যানারে গানটি প্রকাশ হবে।

বাঁধন সরকার পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'চলতি বছর এটি আমার প্রথম গান। দীর্ঘদিন পর আমার আর ইমরানের দ্বৈত গান আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি গান। গানের সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। গানটির ভিডিও বেশ কিছুদিন আগে শুটিংকরা হয়েছে। এর আগে ইমরানের সঙ্গে আমার বেশকিছু গান শ্রোতাপ্রিয়তাপেয়েছে। নতুন এই 'চোখে চোখে' গানটিও শ্রোতারা পছন্দ করবে আশা করছি।'

দীঘি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গানটি আমার কাছে পছন্দ হয়েছে বলেই গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছি। আমার কাছে এই গানটির ভিডিওতে কাজ করে খুব ভালো লেগেছে। একটু আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে আমাকে। সব মিলিয়ে দারুণ একটা কাজ।'

পূজা-ইমরান জুটির গাওয়া অন্য দর্শকপ্রিয় গানের মধ্যে রয়েছে 'দূরে দূরে', 'মানে না মন', 'কেন বারে বারে'।

Comments