সংগীত

কণ্ঠশিল্পী নাদিরা বেগম মারা গেছেন

তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নাদিরা বেগম। ছবি: সংগৃহীত

লোকগীতি ও ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী নাদিরা বেগম মারা গেছেন। 

সোমবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গীতিকার ও সংগঠক এ কে এম মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাদিরা বেগম বিখ্যাত 'কল কল ছল ছল নদী করে টলমল' গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে। 

১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন নাদিরা। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, আজ রাতেই নাদিরা বেগমের মরদেহ গ্রামের বাড়ি জয়পুরহাটে নিয়ে যাওয়ার কথা। সেখানেই দাফন করা হবে তাকে।

Comments