গায়ক খালিদের জানাজা গ্রিন রোড জামে মসজিদে রাত ১১টায়, দাফন গোপালগঞ্জে

খালিদ। ছবি: সংগৃহীত

দর্শকনন্দিত কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন। আজ সোমবার রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা হবে।

তার মরদেহ ধানমন্ডির আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রিন রোড জামে মসজিদে নেওয়া হবে।

সেখানে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই খালিদের দাফন হওয়ার কথা।

আশির দশকের 'চাইম' ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার ইশা খান দূরে।

খালিদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আছে-সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই।

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের গান একসময় পাড়া-মহল্লার শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে। 

তার জন্ম গোপালগঞ্জে ১৯৬৫ সালে। পড়াশোনা করেছেন এস এম মডেল গভ. হাইস্কুলে। ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে  'চাইম' ব্যান্ডে যোগ দেওয়ার পর জনপ্রিয়তা পান। 

একসময় পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এলেও, আর ফেরা হলো না তার। 

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago