মুজিব পরদেশী গাইলেন পাভেলের লিভিং রুম সেশনে

পাভেলের লিভিং রুম সেশনে মুজিব পরদেশী। ছবি: সংগৃহীত

বাংলা সংগীতে মুজিব পরদেশী এক অবিচ্ছেদ্য নাম। গত চার দশক ধরে তার গান কোটি মানুষের হৃদয় জয় করে আছে। 

এবার লিভিং রুম সেশনে লোকগানের এই শিল্পী গান গেয়েছেন।

সুপরিচিত 'মন তোরে পারলাম না বোঝাইতে' গানটির নতুন করে সংগীতায়োজন করলেন পাভেল আরিন। গানটির গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।

গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশ পায় টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে।

পাভেল আরিন বলেন, 'মুজিব পরদেশী অত্যন্ত বিনয়ী স্বভাবের গুণীজন। বাংলা ফোক মিউজিককে নতুন রূপে তিনিই উপস্থাপন করেছেন। তার গানের সঙ্গে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে তার সঙ্গে ব্যক্তিগত পরিচয়।'

গানটির বিষয়ে তিনি বলেন, 'অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজ কত সুন্দর উপস্থাপন। সুর ও কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। সেই ভাবনা ভালোবাসা থেকে এই গানটা করা।'

গানের ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। 

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago