কাজী শুভ-পূজার দ্বৈত গান ‘যেদিন আমি থাকবো না’

মিউজিক ভিডিওর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

নতুন দ্বৈত গান নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও বাঁধন সরকার পূজা।

'যেদিন আমি থাকবো না' শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন, সংগীতায়োজনে এম এমপি রনি। 

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি পূজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। 

বাঁধন সরকার পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেকদিন পর নিজের চ্যানেল থেকে গান প্রকাশ করলাম। এখন থেকে নিয়মিতভাবে গান প্রকাশ করার ইচ্ছা রয়েছে। এর আগে পূজা চ্যানেলের বেশ কয়েকটি গান শ্রোতাদের পছন্দ হয়েছে। এই গানটিও পছন্দ হবে আশা করছি।'

তিনি আরও বলেন, 'ভালোবাসার মানুষ জীবনে থাকতে যদি তাকে মূল্যায়ন করা না হয় তবে অভিমানে সেই মানুষটিই একসময় অনেক দূরে হারিয়ে যায়, শত চেষ্টা করেও তখন আর তাকে জীবনে ফিরিয়ে আনা যায় না। এমন একটি ভেঙে যাওয়া ভালোবাসার গল্প নিয়েই আমার এবং কাজী শুভ ভাইয়ের গাওয়া নতুন এই গান।'

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago