ঈদ উপহার ‘জামদানি শাড়ি’: কর্ণিয়া

কর্ণিয়া। ছবি: সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কর্ণিয়া একটার পর একটা নতুন গান করেই যাচ্ছেন। গতবছর ঢাকাতে 'জ্যাম' শিরোনামে একটি মিউজিক ভিডিও করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার নতুন একটি মিউজিক ভিডিও করেছেন।

'জামদানি শাড়ি ' শিরোনামের এই গানটি আজই প্রকাশ হচ্ছে কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

কর্ণিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, নতুন গানের শুটিং করেছি এফডিসিতে। বড় আয়োজন করে গানটি করেছি। মডেল হয়েছেন সামিয়া অথই। সামিয়া অথই ভালো নাচ করেন। মজার ব্যাপার হচ্ছে, এফডিসিতে প্রথমবার গানের শুটিং করেছি।

শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রাতে শুটিং করেছি। গানের বিষয়ের সঙ্গে এভাবেই মিলে যায়। বলতে গেলে সারারাত শুটিং করেছি। ভোর হওয়ার আগে শেষ হয়েছে। দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার সংগীত ক্যারিয়ারে।

'জামদানি শাড়ি' গানটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে কর্ণিয়া বলেন, প্রত্যাশা অনেক। চেষ্টা করেছি ভালো করার, ভিন্নভাবে গাওয়ার। সাধারণত আমার শ্রোতারা যেমন গান পান, এটি তার থেকে আলাদা। সফট ও রোমান্টিক বিষয়টি আছে এই গানে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত ঈদ উপলক্ষে গানটি করা। সামনেই ঈদ। শ্রোতাদের বলব ভালো একটি গান করেছি, আপনার শুনুন। শ্রোতাদের জন্য ঈদ উপহার জামদানি শাড়ি গানটি।

জামদানি শাড়ি গানটির পরিকল্পনা করেছেন রাকিব আহমেদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ শংকর বিশ্বাস।

কর্ণিয়া। ছবি: সংগৃহীত

এই গানের মধ্যে বিশেষত্ব কী আছে, জানতে চাইলে কর্ণিয়া বলেন, আমার গানের মিউজিক ভিডিওতে খুনসুটি আছে, আবদার আছে। আরও অনেক কিছু আছে।

জামদানি শাড়ি গানটির কথা লিখেছেন তানভীর আহমেদ। সুরও করেছেন তিনি। সেই সঙ্গে গানের একটি অংশে কর্ণিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তিনি।

আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে 'টগর' সিনেমা। এই সিনেমাতেও কর্ণিয়া গান করেছেন।

নতুন গান ছাড়াও কর্ণিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো ও টেলিভিশনের গান নিয়ে। তিনি বলেন, ঈদের আগের দিন টিভি চ্যানেলে লাইভ গানের শো আছে। ঈদের দিনও টিভিতে সরাসরি গান করব। ঈদের সময়ে বেশ কয়েকটি দিন ভিন্ন ভিন্ন চ্যানেলে গান করব। তা ছাড়া, স্টেজ শোও আছে।

সম্প্রতি কর্ণিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'মেঘ বলেছে যাব যাব' গানটি করেছেন।

'গান নিয়েই আমার যত স্বপ্ন। গানই আমার সব' যোগ করেন কর্ণিয়া।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago