বাগদান সারলেন পপ সুপারস্টার টেলর সুইফট

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান। ছবি: সংগৃহীত

পপ সুপারস্টার টেলর সুইফট কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ইনস্টাগ্রামে বাগদান নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন টেলর সুইফট।

পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা গেছে, কানসাস সিটি চিফস তারকা কেলসে সুইফটকে প্রপোজ করছেন। ছবিতে তাদের হাত ধরা, আলিঙ্গন ও সুইফটের হিরের আংটি স্পষ্ট দেখা যাচ্ছে।

মাত্র চার ঘণ্টায় পোস্টটি ১ কোটি ৮০ লাখের বেশি লাইক পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।

অ্যাভ্রিল ল্যাভিন ও কারা ডেলেভিনসহ বহু সেলিব্রিটি ইনস্টাগ্রামে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

কেলসের দলও এক্স-এ (সাবেক টুইটার) লিখেছে, আজ সত্যিই একটি স্মরণীয় দিন। অভিনন্দন ট্র্যাভিস ও টেলর। তোমাকে চিফস কিংডম পরিবারের সদস্য হিসেবে পেয়ে আমরা অনেক খুশি।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি তাদের অনেক সৌভাগ্যবান কামনা করি। আমি মনে করি, কেলসি দারুণ একজন মানুষ। আর টেলর অসাধারণ একজন ব্যক্তি।

পিএ নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, টেলরের আংটিটি পুরনো মাইন কাট ব্রিলিয়ান্ট শৈলীতে তৈরি। এটি ডিজাইন করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কিন্ড্রেড লুবেক।

টেলর ও ট্র্যাভিসের প্রেমকাহিনি

ইনস্টাগ্রামে ঘোষণা দেওয়ার সময় স্টোরিতে টেলর সুইফট নিজের গান 'সো হাই স্কুল' যোগ করেন। এই গানটি কেলসেকে নিয়ে লেখা বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে দ্য আলকেমি গানটিও ভক্তরা কেলসেকে কেন্দ্র করে বানানো বলে মনে করেন।

সম্প্রতি শেষ হওয়া রেকর্ড-ব্রেকিং 'এরাস ট্যুর' শেষ করে সুইফট এই বাগদানের ঘোষণা দিলেন।

তার বেশিরভাগ গান আগের সম্পর্কগুলোকে ঘিরে লেখা। তাই ভক্তরা লিরিকস খুঁটিয়ে বুঝতে চান, কোন গান কাকে নিয়ে লেখা।

সাম্প্রতিক বছরগুলোতে সুইফট ও কেলসেকে বহু ইভেন্টে একসঙ্গে দেখা গেছে। কেলসে তার কনসার্টেও হাজির ছিলেন।

 

পডকাস্টে সম্পর্কের কথা

বাগদানের ঘোষণার কিছুদিন আগে কেলসে ও তার ভাই জেসনের পডকাস্ট নিউ হেইটসে অংশ নিয়ে সুইফট তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন।

তিনি মজা করে বলেন, 'এই পডকাস্টই আমাকে প্রেমিক দিয়েছে।'

কেলসে আগেই ওই শোতে সুইফটের কনসার্টে গিয়ে দেখা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং বন্ধুত্বের ব্রেসলেট বানিয়ে উপহার দেন।

সুইফট জানান, সেই মুহূর্তটি সিনেমার দৃশ্যের মতো ছিল।

পরিবার ও বন্ধুরাও তাকে উৎসাহ দিয়েছিল কেলসের প্রস্তাবে রাজি হতে।

সুইফট বলেন, 'আমি টিনএজ বয়স থেকে যে মুহূর্তের জন্য গান লিখতাম, অবশেষে তা সত্যি হলো।'

টেলর সুইফট । রয়টার্স ফাইল ফটো

ভক্তদের আগ্রহ

সুইফটের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত ও গণমাধ্যম সবসময়ই আগ্রহী।

আগে হ্যারি স্টাইলস, জেক জিলেনহাল, জন মেয়ার, জো অ্যালউইন ও ম্যাটি হিলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল।

অনেকে মনে করেন, হিলির সঙ্গে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা ঘিরেই তার সাম্প্রতিক অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' লেখা।

তবে এখন সুইফট ও কেলসে প্রকাশ্যে তাদের ভালোবাসাকে উদযাপন করছেন। ভক্তদের জন্য এটি সত্যিই এক 'লাভ স্টোরি' মুহূর্ত।

Comments