আব্দুল জব্বারের সেরা পাঁচ প্রেমের গান

Abdul Jabbar
কণ্ঠশিল্পী আবদুল জব্বার। ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ২০১৭ সালের ৩০ আগস্ট চিরবিদায় নিয়েছেন। আজ শনিবার এই শিল্পীর প্রয়াণ দিবস। 

প্রয়াণ দিবসে শিল্পীর গাওয়া সেরা পাঁচ প্রেমের গান নিয়ে এই আয়োজন।

ও রে নীল দরিয়া

এটি ১৯৭৮ সালে মুক্তি পাওয়া 'সারেং বউ' সিনেমার গান। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত সিনেমায় ফারুকের ঠোঁটে গানটি কালজয়ী হয়ে আছে। 

পিচ ঢালা এই পথ

আহমদ জামান চৌধুরীর কথায় ও রবীন ঘোষের সুর এবং রাজ্জাক-ববিতা অভিনীত 'পিচ ঢালা পথ' সিনেমার গানটি শ্রোতাদের আজও মুগ্ধ করে। 

তুমি আছো সবই আছে

'সখী তুমি কার' সিনেমায় গানটির কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। প্রেমের এই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচিত হয়েছিল।  

এক বুক জ্বালা নিয়ে

১৯৭৫ সালের 'মাস্তান' সিনেমার এ গানটি আজও শ্রোতাদের কাছে সমান প্রিয়। আহমদ জামান চৌধুরীর লেখা ও আজাদ রহমানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আব্দুল জব্বার।

বন্ধু তুমি শত্রু তুমি

রাজ্জাক-শাবানা জুটির 'অনুরাগ' সিনেমাটি ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমায় 'বন্ধু তুমি শত্রু তুমি' গানটি আজও স্মরণীয় হয়ে আছে। 

আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মেছিলেন। গানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারসহ (১৯৯৬) অসংখ্য সম্মাননা পেয়েছেন। 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago