দল পাল্টানো মানুষ নই: নিপুণ

‘গ্রেটেস্ট শো অন আর্থ' উপলক্ষে চারদিকে চলছে ফুটবল উৎসবের আমেজ। ২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকোর দ্বিতীয় ম্যাচে ২ গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজের এই প্রিয় দল নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
নিপুণ আক্তার। ছবি: স্টার

'গ্রেটেস্ট শো অন আর্থ' উপলক্ষে চারদিকে চলছে ফুটবল উৎসবের আমেজ। ২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকোর দ্বিতীয় ম্যাচে ২ গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজের এই প্রিয় দল নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

নিপুণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছোটবেলা থেকে আমাদের পরিবারে সবাই খেলা দেখত। তাদের দেখতে দেখতে খেলার প্রতি আগ্রহী হয়েছি। ম্যারাডোনার খেলা আমার বাবা পছন্দ করতেন। বাবার সূত্র ধরেই ম্যারাডোনা আমার প্রিয় খেলোয়াড়। তার খেলা ইউটিউবে দেখেছি। এখন আমার প্রিয় খেলোয়াড় মেসি। মুগ্ধ হয়ে মেসির খেলা দেখি।'

'প্রথম খেলায় আর্জেন্টিনা হেরে গেল বলে খুব মন খারাপ হয়েছিল। গত রাতে খেলা দেখার সময় একটু ভয়ে ছিলাম। মেসি গোল দেওয়ার পর প্রাণ ফিরে পেয়েছিলাম। তারপর তো আরেকটা গোল করল ফার্নান্দেজ। সত্যি, মনটা ভরে গেছে খেলা দেখে। আর হ্যাঁ, দল পাল্টানো মানুষ নই আমি। জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।'

Comments