‘আর্জেন্টিনা দারুণ সময় কাটাচ্ছে, তবে আমাদেরও মানসম্পন্ন খেলোয়াড় আছে’

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার চেয়ে অনেকটাই এগিয়ে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত তাদের। ছন্দে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের ডিফেন্ডার গিয়ের্মে আরানা বলছেন, তারা আছেন পুরোপুরি প্রস্তুত।
আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচ ড্র করলেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। ব্রাজিলের সামনে এখনো বাকি চ্যালেঞ্জ।
আর্জেন্টিনার মাঠে খেলতে যাওয়ার আগে আরানা আশাবাদ ব্যক্ত করেছেন, 'এটা অনেক বড় এক দ্বৈরথ। দুই দলেই যোগ্যতা সম্পন্ন খেলোয়াড় আছে। আমাদের ফল দরকার, আমরা সেখানে গিয়ে খেলব, রক্ষণে ভালো করে, ভালো ফুটবল খেলে জয় নিয়ে ফিরতে চাই।'
চোটের কারণে আর্জেন্টিনা পাচ্ছে না লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজকে। ব্রাজিলও চোটের কারণে নেইমারকে পাচ্ছে না, কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ জয়ের ম্যাচে চোটে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন বেকার।
তবে এরপরও দলের বাকিদের উপর বড় ম্যাচের চাপ সামলানোর বিশ্বাস আরানার, 'এটা অন্যরকম এক আবহ থাকবে। আমাদের বিশ্বাস আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা এমন পরিস্থিতির মধ্য দিয়ে আগেই গিয়েছে।'
মেসি, লাউতারো না থাকলেও হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমেদাদের নিয়ে ধারালো আর্জেন্টিনার আক্রমণ ভাগ। প্রতিপক্ষের দারুণ ছন্দের প্রশংসা করলেও ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোদের মানের কথা স্মরণ করিয়ে দেন আরানা, 'আমরা জানি আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে, তবে আমাদেরও মানসম্পন্ন পেশাদার খেলোয়াড় আছে। ওদের ফুটেজ দেখেছি, তাদের যে মান তাদের সামলাতে খুব মনযোগী হতে হবে। আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করতে আমাদের সেরাটা দিতে হবে।'
Comments