বইমেলায় আসছে আবুল হায়াতের নতুন বই ‘রঞ্জিত গোধূলি’

আবুল হায়াত। ছবি: স্টার

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত একাধারে একজন নাট্যকার, পরিচালক ও লেখক। তবে অভিনেতা পরিচয়েই বেশি পরিচিতি ও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। ৫০ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়।

এ ছাড়া লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। দৈনিক পত্রিকায় কলাম লেখা ছাড়াও গল্প-উপন্যাসের বই প্রকাশ করে আসছেন প্রতি বছর। সেই ধারাবাহিকতায় আগামী একুশে বইমেলায় আবুল হায়াতের নতুন একটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে। উপন্যাসের নাম রঞ্জিত গোধূলি। বইটি প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন।

আবুল হায়াত বলেন, 'রঞ্জিত গোধূলি আমার পছন্দের একটি লেখা। সত্যি কথা বলতে লেখালেখি নিয়ে পরিকল্পনা সবসময়ই থাকে। চেষ্টা করি প্রতি বছর বইমেলায় নতুন কিছু লিখতে। পাঠকের কাছে নতুন কিছু দিতে।'

তিনি আরও বলেন, 'অন্য বছর একাধিক বই প্রকাশ পেলেও এ বছর একটি উপন্যাসই প্রকাশ হচ্ছে। আশা করছি ভালো কিছু হবে।'

গত বছর একুশে বইমেলায় আবুল হায়াতের লেখা 'আষাঢ়ে' প্রকাশিত হয়। বইটি পাঠকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেন।

তার লেখা প্রথম বই প্রকাশিত হয় ১৯৯১ সালে। বইয়ের নাম 'আপ্লুত মরু'। এরপর থেকে ধারাবাহিকভাবে লিখে চলেছেন তিনি। গল্প-উপন্যাস ও নাটকের পাশাপাশি আত্মজীবনী লিখতে শুরু করেছেন কয়েক বছর ধরে।

গুণী অভিনেতা আবুল হায়াত বলেন, 'কিছুটা লিখেছি। বাকিগুলো গুছিয়ে এনেছি, কিন্ত শেষ করতে পারিনি। আমি চাই ধীরে ধীরে হলেও আত্মজীবনীটা শেষ করতে।'

এদিকে বিরতির পর সম্প্রতি আবুল হায়াত একটি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছেন। এই নাটকের নাট্যকারও তিনি। নাটকটির নাম 'এসো শ্যামল সুন্দর'। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন ও খায়রুল আলম সবুজ।

এ ছাড়া, তিনি একটি বিজ্ঞাপন করেছেন সম্প্রতি।

নতুন পরিকল্পনা বিষয়ে আবুল হায়াত বলেন, 'অনেক রকমের পরিকল্পনা তো করি। দেখা যাক কতটা করতে পারি। সুস্থতা ও সবার ভালোবাসা থাকলে কিছু ভালো ভালো কাজ করতে পারব আশা করছি।'

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

4h ago