সিক্স প্যাক থেকে প্রেমময় আরিফিন শুভ

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে নিজেকে প্রমাণ করছেন আরিফিন শুভ। প্রতিটা চরিত্রে নিজেকে মানিয়ে নিচ্ছেন। জ্বলে উঠছেন ভিন্ন ভিন্ন চরিত্রে।

কিছুদিন আগে মুক্তি পাওয়া 'ব্ল্যাক ওয়ার' সিনেমায় সিক্স প্যাক দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। অল্প দিনের ব্যবধানে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'উনিশ২০' ওয়েব ফিল্মে খামখেয়ালি ও প্রেমময় অপু চরিত্রে আফসান আরা বিন্দুর বিপরীতে অভিনয় করে আলোচিত হচ্ছেন।  

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিছুদিন আগে দর্শক আমাকে দেখেছেন সিক্স প্যাকে। সেই চরিত্রে তারা আমাকে পছন্দ করেছেন। আমার অ্যাকশন চরিত্র তারা পছন্দ করেছেন। আবার এখন একেবারে ভিন্ন ধরনের চরিত্র অপু হিসেবেও তারা আমাকে পছন্দ করছেন। চরিত্রটি নিয়ে তারা তাদের মতামত জানাচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন। এটা অনেক আনন্দের। ভিন্ন ভিন্ন চরিত্রে আমারদর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। অভিনেতা হিসেবে এটা সত্যি অনেক আনন্দের। তাদের এই ভালোবাসা, বিশ্বাসের মূল্য দিতে চাই।'

আরিফিন শুভ বর্তমানে শুটিং করছেন অনম বিশ্বাস পরিচালিত 'ফুটবল ৭১' সিনেমার। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago