‘ব্যক্তিগত সমস্যা’ কাটিয়ে আবার পর্দায় পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সর্বশেষ সিনেমা ‘হৃদিতা’ মুক্তি পেয়েছিল গত বছরের অক্টোবর মাসে। সরকারি অনুদানের এই সিনেমাটি তেমন ব্যবসা সফল হয়নি।
পূজা চেরি ও জোভান। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সর্বশেষ সিনেমা 'হৃদিতা' মুক্তি পেয়েছিল গত বছরের অক্টোবর মাসে। সরকারি অনুদানের এই সিনেমাটি তেমন ব্যবসা সফল হয়নি।

এরপর নতুন কোনো সিনেমার শুটিংয়েও তাকে দেখা যায়নি, নতুন কোনো সিনেমা মুক্তিও পায়নি। মাঝে কিছুদিন ব্যক্তিগত সমস্যায় সবকিছু থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন।

তবে বিরতির পর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে মুক্তি পাবে পূজা চেরি অভিনীত ওয়েবফিল্ম 'পরী'। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এই ওয়েবফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা। তার বিপরীতে আছেন জোভান।

রায়হান খানের চিত্রনাট্যে সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। সে নিজ দেশে ফিরে আসতে চায়। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক তারকা অভিনেতা। পর্দার এই নামী অভিনেতা সত্যিই বাস্তব জীবনের নায়ক হতে পারবে কি না- এ নিয়েই সিনেমার গল্প তৈরি হয়েছে।  

Comments