বদলে গেল পূজা চেরির সিনেমার নাম

পূজা চেরি। ছবি: সংগৃহীত

পূজা চেরী অভিনীত 'নাকফুল' সিনেমার নাম বদলে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির নতুন নাম 'নাকফুলের কাব্য'।

ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান।

সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, 'নাকফুল' নামে আরও একটি সিনেমা আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি সিনেমার সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না। তাই নতুন সিনেমাটির নাম পরিবর্তন করে 'নাকফুলের কাব্য' রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, 'নাকফুল একটি নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এটি এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।'

সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।  সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজসহ অনেকেই।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল পূজা চেরী ও আদর আজাদ অভিনীত  'লিপস্টিক'।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

2h ago