সিনেমার নৃত্যপরিচালক মাসুম বাবুল মারা গেছেন

দেড় হাজারের বেশি সিনেমার নৃত্যপরিচালক মাসুম বাবুল আজ সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মাসুম বাবুলের মৃত্যুর খবর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ।
নিপুণ জানান, কয়দিন আগে মাসুম বাবুলকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। আজ বিকেলে তিনি মারা গেছেন। তাকে দাফন করা হবে আজিমপুর গোরস্তানে।
প্রায় দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন মাসুম বাবুল। দীর্ঘ সিনেমা জীবনে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন। নৃত্য পরিচালক হিসেবে ৩ বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
Comments