টেলভিশন, ওটিটিতে মুক্তিযুদ্ধের নাটক-সিনেমা

আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফরমে দেখতে পারেন মুক্তিযুদ্ধের নাটক ও সিনেমা।
‘একটি দুঃস্বপ্নের রাত’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ওটিটি প্ল্যাটফরমে দেখতে পারেন মুক্তিযুদ্ধের নাটক ও সিনেমা।

আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক 'একটি দুঃস্বপ্নের রাত'। নান্নু চৌধুরীর রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, মোহাম্মদ বারী, মতিউর রহমান, আশিক চৌধুরী, সুমাইয়া সাকি, গাজী রোকন, তমা ইসলামসহ আরও অনেকে।

এনটিভিতে আজ সাড়ে ৯টায় প্রচারিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক 'আশাবলি'। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাফা কবির, মিলি মুন্সি, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, আশরাফুল আশীষসহ আরও অনেকে।

আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক 'বজ্রকন্ঠ'। সাদেক সাব্বিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।

এদিকে 'স্বাধীনতা উৎসব' আয়োজনে মুক্তিযুদ্ধের ৭টি সিনেমা শুধু রেজিস্ট্রেশন করে ফ্রি-তে দেখে নিতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। সিনেমা ও সিরিজগুলো হলো- 'জাগো বাহে', 'ওরা ১১ জন', 'গেরিলা, আলোর মিছিল', 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি', 'একাত্তরের যীশু' ও' সূর্য দীঘল বাড়ী'।

বাংলাদেশে চলচ্চিত্রায়িত প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন'। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা' মুক্তি পায় ২০১১ সালে। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, শম্পা রেজা, আহমেদ রুবেল, এ টি এম শামসুজ্জামানসহ আরও অনেকে।

এছাড়া নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'একাত্তরের যীশু' সিনেমায় অভিনয় করেছেন পীযুষ বন্দোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়ার, শহীদুজ্জামান সেলিম, আবুল খায়েরসহ আরও অনেকে।

নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'আলোর মিছিল', শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত 'সূর্য দীঘল বাড়ী'ও দেখা যাবে চরকিতে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago