ঈদের বিশেষ পরিবেশনায় নৃত্যজুটি শিবলী-নিপা

তাদের সঙ্গে পারফর্ম করবেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী।
ছবি: সংগৃহীত

আসছে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্বে নাচ পরিবেশন করবেন খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে পারফর্ম করবেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাচটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা জুটি। এই ধরনের নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত।

'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে  ঈদ অনুষ্ঠানমালায় এটি প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English

Banks mostly gave loans to their owners rather than creditworthy borrowers

Bangladesh’s banking sector was not well-managed in recent years. Banks mostly gave loans to their owners, rather than to creditworthy entities. Consequently, several banks are now in difficulty.

11h ago