ইত্যাদিতে গান গাইলেন সিয়াম ও হিমি

এবারের ঈদের ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও টেলিভিশন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে একটি রোমান্টিক গান গাইলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। ওই গানটির মতো নতুন এই গানটিও ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
Comments