জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে পারে কাল

জায়েদ খান ২ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
জায়েদ খান। ছবি: স্টার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামীকাল রোববারের সভায় চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে খ্যাতিমান অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আইনি লড়াইয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ হারানোর পর অনেকেই আশঙ্কা করেছিলেন জায়েদ খানের সদস্যপদ হারানো বিষয়ে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার এক বছর মাথায় সদস্যপদ স্থগিত করার ঘটনা ঘটছে। আগামীকাল শিল্পী সমিতির বর্তমান কমিটির সভায় আসছে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত।

জায়েদ খান ২ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

দ্য ডেইলি স্টারকে জায়েদ খান বলেন, 'বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। তার কারণ, কেন আমি নিপুণ আক্তার বিষয়ে কথা বলেছি। আমি সংগঠন বিরোধী কোনো কাজ করিনি যে আমার সদস্যপদ বাতিল করা হবে। এটা একেবারে অন্যায় হচ্ছে আমার সঙ্গে। এই নোটিশ আমাকে দেওয়া হয়েছিল যখন সিনেমার কাজে মুম্বাই গিয়েছিলাম। শিল্পী সমিতি এই নোটিশ ইচ্ছা করে তখন দিয়েছে, যাতে করে উত্তর দিতে না পারি।'

Comments