শাকিব খানের নতুন নায়িকার পরিচয় জানা গেল

অবশেষে শাকিব খানের নতুন নায়িকার পরিচয় জানা গেল। কয়েকদিন থেকে বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। নতুন সিনেমা 'প্রিয়তমা'র নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল।
দেশের সিনেমা হলগুলোতে ঈদে মুক্তি পাওয়া 'লিডার আমিই বাংলাদেশ' সুপারহিট হয়েছে। আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে এই নতুন সিনেমা।
পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলকাতার নায়িকা ইধিকা প্রিয়তমা সিনেমার নায়িকা। সেখানকার টিভি পর্দার পরিচিত মুখ। শাকিব ভাইয়ের সঙ্গে আগে স্ক্রিনে দেখা যায়নি এমন একটা মুখ চরিত্রের কারণে প্রয়োজন ছিল। তার অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শিতা গল্প ও চরিত্রের প্রয়োজনের সঙ্গে মিলেছে। সিনেমার জন্য ১ মাস ধরে শাকিব ভাইয়ের লুক কস্টিউম নিয়ে প্রতিদিন আমরা কাজ করছি। আশা করছি দারুণ কিছু হবে।'
অ্যাকশন রোম্যান্টিক ধাঁচের সিনেমা 'প্রিয়তমা' প্রযোজনা করছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
Comments