‘প্যারালাল’ নাটকে ড্রাইভারের চরিত্রে চঞ্চল চৌধুরী

চলচ্চিত্র, টিভি নাটক, ওয়েব ফিল্ম, মঞ্চ নাটক, গান-সব মাধ্যমেই সরব অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশেষ করে চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম দিয়ে জয় করেছেন দুই বাংলার দর্শকদের হৃদয়। সবশেষ সাড়া জাগানো 'হাওয়া' সিনেমা তার অন্যতম উদাহরণ।
বর্তমানে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন তিনি। নাটকটির নাম 'প্যারালাল', পরিচালনা করছেন এজাজ মুন্না।
বৃন্দাবন দাশের লেখা এই নাটকে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন ড্রাইভারের চরিত্রে। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন শহিদুল আলম সাচ্চু।
'প্যারালাল' নাটক সম্পর্কে চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাটকটিতে ড্রাইভারের চরিত্রে অভিনয় করছি। আমার বস হচ্ছেন শহিদুল আলম সাচ্চু আর আমি হচ্ছি ড্রাইভার। নতুন গল্প এবং নতুন চরিত্রে অভিনয় করে নতুন ধরনের ভালো লাগা পাচ্ছি।'
তিনি আরও বলেন, 'প্রতিটি চরিত্রের জন্য প্রস্তুতি দরকার এবং সেভাবেই আমরা শিল্পীরা ক্যামেরার সামনে দাঁড়াই। প্রতিটি চরিত্র উপভোগ করি একজন শিল্পী হিসেবে।'
গল্প সম্পর্কে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, 'প্যারালাল নাটকের গল্প গতানুগতিক নয়। বৃন্দাবন দাশের লেখা মানেই ভিন্ন কিছু। কিছু ম্যাসেজ, কিছু বিনোদন থাকে। এই নাটকেও তা থাকবে।'
এদিকে চঞ্চল চৌধুরী অভিনীত 'পিতা বনাম পুত্র গং' নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচেছ মাছরাঙা টেলিভিশনে। এটি পরিচালনা করছেন সকাল আহমেদ। নাট্যকার বৃন্দাবন দাশ। নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনীত সবশেষ প্রচারিত ওয়েব ফিল্ম 'কারাগার'। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এই ওয়েব ফিল্মে দর্শকরা দেখেছেন নতুন চঞ্চল চৌধুরীকে, যার সুঅভিনয় সবাইকে মুগ্ধ করেছে।
চঞ্চল চৌধুরী নতুন সিনেমা 'পদাতিক' এ অভিনয় করছেন। 'পদাতিক' পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। সিনেমাটিতে বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ বচ্চন, যা ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
চঞ্চল চৌধুরী বলেন, 'পদাতিক সিনেমা আমার জন্য বড় কিছু। দর্শকদের মতো আমিও অপেক্ষায় আছি পদাতিক দেখার জন্য।'
চলতি মাসের ১ তারিখে তিনি মঞ্চেও অভিনয় করেছেন মে দিবস উপলক্ষে 'সংক্রান্তি' নাটকে। পাশাপাশি গত ঈদে মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী একটি গান করেছেন, যা সবার কাছে প্রশংসিত হয়েছে।
Comments