নির্বাচনের জন্য প্রস্তুত, আ. লীগ নমিনেশন দিলে ভালো কিছু করব: ফেরদৌস
প্রয়াত চিত্রনায়ক ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস।
আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ফেরদৌস বলেন, 'ইলেকশন করার জন্য আমি প্রস্তুত, শতভাগ প্রস্তুত। মানসিক প্রস্তুতি নেওয়া আছে। আমার দল আওয়ামী লীগ যদি নমিনেশন দেয়, তাহলে ভালো কিছু অবশ্যই করব।'
তিনি আরও বলেন, 'শিল্পী হিসেবে এবং ব্যক্তি মানুষ হিসেবে সবসময়ই মানুষের সেবা করার স্বপ্ন দেখি। এখন যদি নমিনেশন পাই এবং নির্বাচিত হতে পারি তাহলে মানুষের জন্য বেশি করে সেবা করতে পারব। সেই বিশ্বাস আমার আছে।'
এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, 'নায়ক ফারুক ভাই ছিলেন আমাদের অভিভাবক। এদেশের সিনেমায় তিনি বিশাল অবদান রেখে গেছেন। তার অসমাপ্ত কাজগুলো শেষ করার স্বপ্ন দেখি।'
ফেরদৌস অভিনীত '১৯৭১ সেইসব দিন', 'দামপাড়া', 'আহারে জীবন', 'সুজন মাঝি', 'জ্যাম' ও 'গাঙচিল'— সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments