‘অর্পা চরিত্রটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে’
এই ঈদে শবনম বুবলি অভিনীত 'প্রহেলিকা' ও 'ক্যাসিনো' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
এর মধ্যে চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমায় অর্পা চরিত্রে অভিনয় করে বেশি প্রশংসিত হচ্ছেন তিনি।
অনেকেই বলছেন, 'প্রহেলিকা' সিনেমায় ক্যারিয়ারের সেরা অভিনয়টা করে বাজিমাত করেছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে শবনম বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভীষণ ভালো লাগছে যে দর্শক আমার অভিনীত সিনেমাটি পছন্দ করছে। কয়েকদিন আগে ঝড় বৃষ্টির মধ্যেও মানুষ হলে গিয়েছেন সিনেমা দেখার জন্য। দর্শক ভীষণ ভালোবেসে গ্রহণ করছে বলেই শোগুলো হাউজফুল যাচ্ছে। সেই কারণে দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকের মুখে মুখেই কিন্তু ভালো সিনেমার কথা ছড়িয়ে যায়। এই সিনেমাটি তার প্রমাণ।'
তিনি আরও বলেন, 'প্রহেলিকা সিনেমার অর্পা চরিত্রটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এটি অসাধারণ গল্পের একটি সিনেমা। এই সিনেমায় মাহফুজ আহমেদ 'মনা' চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। নাসির উদ্দিন খান তার অভিনয়ে মাতিয়েছেন। পরিচালক চয়নিকা চৌধুরী অনেক যত্ন নিয়ে ভালোবেসে কাজটি করেছেন বলেই দর্শকরা এত পছন্দ করেছে। প্রতিদিন অংসখ্য মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের।'
জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিকা' সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামানসহ অনেকে।
Comments