হুব্বা সিনেমার প্রথম ঝলকে 'গ্যাংস্টার' মোশাররফ করিম

হুব্বা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে গ্যাংস্টার রূপে। প্রথম লুকেই সবাইকে চমক দিলেন তিনি।

'হুব্বা' সিনেমায় এ যেন অন্য এক মোশাররফ করিমের দেখা মিলল। কখনো তিনি দলবল নিয়ে বন্দুক হাতে পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনো রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। রোমাঞ্চে ভরপুর সিনেমারটির প্রথম ঝলক। দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তসহ অনেককেই।

সিনেমাটির পরিচালক ব্রাত্য বসু। তার হাত ধরে দ্বিতীয়বারের মতো কলকাতার বড় পর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম।

কলকাতায় মুক্তিপ্রাপ্ত মোশাররফ করিমের প্রথম সিনেমা 'ডিকশনারি', এই সিনেমার পরিচালকও ছিলেন ব্রাত্য বসু।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago