ঢালিউড

কলকাতা-বাংলাদেশে আগামীকাল মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের 'হুব্বা'

গতকাল বুধবার সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
হুব্বা
হুব্বা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আগামীকাল ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত ও মোশাররফ করিম অভিনীত সিনেমা 'হুব্বা'। দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সাফটার অধীনে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গতকাল বুধবার সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

মোশাররফ করিম বলেন, 'হুব্বা সিনেমাটি দর্শক গল্পের জন্যই দেখবে। আমি বিশ্বাস করি দর্শক আমাকে ভালোবাসে। এই দুই কারণেই তারা সিনেমাটি দেখবেন। এই সিনেমাটি দুই বাংলার দর্শককে আকর্ষিত করবে। তারা সিনেমাটি দেখে মজা পাবেন। আর নিজের কাজ নিয়ে আমি সব সময়ই আত্মবিশ্বাসী। কারণ কাজের সঙ্গে আমার সততা, শ্রম ও প্রত্যাশা মিশে থাকে।'

'হুব্বা' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

'হুব্বা' সিনেমাটি তৈরি হয়েছে কলকাতার হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামলকে কেন্দ্র করে, যিনি হুগলির দাউদ ইব্রাহিম বলে পরিচিত।

 

Comments