প্রথমবারের মতো ওয়েবফিল্মে মাহফুজ-পরীমনি

ওয়েবফিল্মটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।  
মাহফুজ আহমেদ ও পরীমনি। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন মাহফুজ আহমেদ ও পরীমনি। 'পড়ন্ত বিকেলে' নামের একটি ওয়েবফিল্মে এই দু'জনকে একসঙ্গে দেখা যাবে। 
ওয়েবফিল্মটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।  

পরিচালক চয়নিকা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাহফুজ আহমদ ও পরীমনি 'পড়ন্ত বিকেলে' ওয়েব ফিল্মের প্রাণ। তারা ছাড়া এই গল্প বানানো সম্ভব হবে না। আরও একজন নায়ক থাকবেন তাদের সাথে, তার নামটা এখন বলতে চাচ্ছিনা চমক হিসেবে থাকুক। এমন গল্প বাংলাদেশের দর্শক আগে দেখেনি এইটুক শুধু বলতে পারি। দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার ধারণা। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা হচ্ছে, দেখা যাক কী হয়।'
 

Comments

The Daily Star  | English

EU won't send observers as environment 'not conducive'

Communicated decision through letter to EC, foreign ministry

1h ago