সিআইডি অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন

দিনেশ ফাডনিস
দিনেশ ফাডনিস। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল 'সিআইডি'র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন।

আজ মঙ্গলবার মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

অভিনেতা দয়ানন্দ দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দয়ানন্দ বলেন, 'দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।'

 

Comments

The Daily Star  | English

Workers' protest causes long tailback at Gazipur

Following the strike, heavy traffic congestion was seen on the Dhaka-Mymensingh, Dhaka-Kishoreganj, Dhaka-Tangail, and Dhaka-Sylhet highways

16m ago