ভোট দিলেন শাকিব, অপু, জয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তারকাদের অনেকেই।
রোববার দুপুরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার মাকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার।
ভোট প্রদান শেষে শাকিব খান বলেন, 'দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।'
তিনি আরও বলেন, 'আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাব, যে আমাদের কথা বিবেচনা করবে, উন্নয়নের জন্য কাজ করবে। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।'
শাকিব খান ছাড়া আরও তারকারা ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন জয়া আহসান, অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।
Comments