তারকাদের কে কত ভোট পেলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকাশিল্পী প্রার্থী হয়েছিলেন।
তাদের মধ্যে ছিলেন খ্যাতিমান অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ডলি সায়ন্তনী।
এই তারকাশিল্পীদের মধ্যে শুধু আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তারকাশিল্পীদের কে, কত ভোট পেলেন, কে জয়ী হলেন এসব নিয়ে এই প্রতিবেদন।
আসাদুজ্জামান নূর
নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেশ বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
ফেরদৌস আহমেদ
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১০ থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ। এই আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
মমতাজ বেগম
ফোকশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের তিন বারের সংসদ সদস্য। এবারও তিনি নৌকা প্রতীকে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচন করেন। এ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ। মমতাজ বেগম এই আসনে পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। বিজয়ী প্রার্থী দেওয়ান জাহিদ পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট।
মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচন করেছেন। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন।
ডলি সায়ন্তনী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী ৪ হাজার ৩৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির। ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
Comments