‘কাগজের বউ’ হৃদয় ছুঁয়ে যাবে, চোখের জলে ভাসাবে: পরীমনি

পরীমনি। ছবি: সংগৃহীত

পরীমনি ভক্তদের জন্য একটি সুখবর আছে, সিনেমাপ্রেমীদের জন্যও খবরটি নতুন। নতুন বছরের প্রথম মাসে (১৯ জানুয়ারি) পরীমনি অভিনীত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির নাম কাগজের বউ। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

পরীমনি নতুন সিনেমা মুক্তির বিষয়ে বলেন, 'সত্যি বলতে খুব ভালো লাগছে কাগজের বউ মুক্তির কথা শুনে। বছরের প্রথম মাসেই আমার সিনেমা দর্শকরা হলে গিয়ে দেখবেন, এজন্য আনন্দটা অনেক। দর্শকদের বলব হলে গিয়ে কাগজের বউ দেখুন।'

পরীমনি আরও বলেন, 'বেশ আগে এই সিনেমার শুটিং করেছিলাম। ওই সময় শীত ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল। লোকেশনও চমৎকার ছিল। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।'

কাগজের বউ সিনেমার গল্প প্রসঙ্গে পরীমনি বলেন, 'চেনা গল্পকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের ছুঁয়ে যাবে গল্পটা। চোখের জলেও ভাসাবে। সত্যি বলতে কাগজের বউ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।'

porimoni_collected_ds
পরীমনি। ছবি: সংগৃহীত

দর্শকরা কেন হলে গিয়ে কাগজের বউ দেখবেন- এই প্রশ্নের জবাবে পরীমনি বলেন, 'প্রথমত এটা মৌলিক গল্প। আমাদের চারপাশের চেনা গল্প। পরিচালক অনেক মেধাবী। যত্ন করে কাজটি করেছেন। তাছাড়া সবাই যার যার দিক থেকে সেরা অভিনয় করেছেন। গানও অনেক ভালো হয়েছে। ভালো সিনেমা বলেই হলে গিয়ে দর্শকরা দেখবেন।'

এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, 'কাগজের বউ সিনেমায় অভিনয় করার দারুণ সুযোগ ছিল। চেষ্টা করেছি মন দিয়ে অভিনয় করতে। এখন দর্শকরা বিচার করবেন কতটা করেছি।'

এদিকে গত সপ্তাহে পরীমনি বরিশাল ঘুরে এসেছেন। বরিশালের পিরোজপুরে তার নানাবাড়ি। কয়েকটি দিন ছিলেন সেখানে।

তিনি বলেন, 'প্রচণ্ড শীতের মধ্যেই নানাবাড়ি গিয়েছিলাম। খুব মজা করেছি। সর্ষে খেতে গিয়ে কাজিনদের নিয়ে ছবি তুলেছি, হইচই করেছি। আরও অনেক মজা করেছি।'

পরীমনি। ছবি: সংগৃহীত

পরীমনি বলেন, 'এবারের বরিশাল ট্যুরের কথা অনেক দিন মনে থাকবে। কাজিনদের নিয়ে এইরকম আনন্দ অনেকদিন করিনি। একটা কাজিন দেখতে আমারই মতো। কেউ কেউ বলেছেন আমার ফটোকপি। ওরাও অনেক আনন্দ করেছে। শীত বেশি থাকলেও খুব উপভোগ করেছি । অনেক ধরনের খাবার খেয়েছি । কাজিনরা মিলে সুন্দর সময় পার করেছি। শীতকে বুঝতেই দিইনি আমরা শীতে কাবু হতে পারি। আনন্দের কাছে শীত উড়ে গেছে।'

অন্যদিকে পরীমনি নতুন সিনেমা ডোডোর গল্পর শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

শীত কমে গেলে নতুন করে শুটিং শুরু করবেন ঢালিউডের আলোচিত এই অভিনেত্রী।

তবে বরিশাল থেকে ঢাকায় ফিরে নতুন সমস্যায় পড়েছেন পরীমনি ও তার ছেলেসহ পরিবারের কয়েকজন সদস্য। বরিশাল থেকে ফেরার সময় একটি দোকান থেকে তারা ফল কিনেছিলেন এবং বাসায় এসে সেগুলো খাওয়ার পর তাদের ফুড পয়জনিং শুরু হয়।

পরীমনি বলেন, 'আমার সন্তানও সামান্য ফল খেয়েছিল। ওরও ফুড পয়জনিং হয়েছে। এখন হাসপাতালে আছে। আমিসহ অন্যদের বিপদ অবশ্য কেটে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।'

Comments

The Daily Star  | English

India launches strikes on Pakistan, Islamabad vows retaliation

Islamabad claims missiles hit civilians, vows retaliation; at least three killed; intense shelling reported at some points along Kashmir border; Trump says he hopes the fighting ‘ends very quickly’

1h ago