সঞ্জয় লীলা বানসালির নতুন চমক রণবীর-আলিয়া-ভিকি

আলিয়া ভাট, রনবীর কাপুর ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

যুদ্ধের আবহে প্রেম—এমন থিমেই পরবর্তি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালি।  

নতুন সিনেমায় বড় চমক রেখেছেন তিনি। পর্দায় তিনটি প্রধান চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট, রনবীর কাপুর ও ভিকি কৌশলকে।  

তবে সিনেমাটির নাম এখনো ঘোষণা করা হয়নি। ২০২৫ সালের বড়দিনে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে অভিনয় করে জাতীয় পুরষ্কার জেতেন আলিয়া। ছবি: সংগৃহীত

নতুন সিনেমার ঘোষণা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। এর আগে ২০২২ সালে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'তে অভিনয় করে জাতীয় পুরষ্কার জেতেন আলিয়া। অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমায় রনবীর। ছবি: সংগৃহীত

অন্যদিকে বনসালির সিনেমায় অভিনয় দিয়েই বলিউডে অভিষেক হয় রনবীর কাপুরের। ২০০৭ সালে 'সাওয়ারিয়া'র পর আর বনসালির আর কোনো সিনেমায় রনবীরকে দেখা যায়নি। আর ভিকি কৌশলকে নিয়ে প্রথমবার কাজ করতে চলেছেন এই পরিচালক।

কয়েক বছর আগে ২০১৯ সালে, সঞ্জয় লীলা বানসালি 'বৈজু বাওরা' সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সিনেমাটিতে রণবীর সিং অভিনয় করবেন এমনটাই আলোচনায় ছিল।

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers, politicos involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago