সেন্সর পেলে ভালোবাসা দিবসে বাংলাদেশে মুক্তি পাবে বব মার্লের বায়োপিক
ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশে সেন্সর সাপেক্ষে মুক্তির সম্ভাবনা রয়েছে জ্যামাইকানরেগে স্টার বব মার্লের বায়োপিক 'বব মার্লে: ওয়ান লাভ' সিনেমাটি। এটি নির্মাণ করেছেন রেইনাল্ডো মার্কস গ্রিন।
সংগীতশিল্পী বব মার্লে জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক, গীতিকার। তিনি 'বাফেলো সোলজার', 'নো ওম্যান, নো ক্রাই', 'গেট আপ স্ট্যান্ড আপ', 'ব্ল্যাক প্রগ্রেস' গান দিয়ে সংগীতপ্রেমীদের মন জয় করেছিলেন।
বব মার্লে সবসময় মানবতার পক্ষে গান গাইতেন। অধিকারবঞ্চিত মানুষের পক্ষ নিয়ে তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করতেন গান দিয়ে। অবহেলিত মানুষের অধিকার নিয়ে গান গাওয়ায় অনেকের প্রিয় মানুষে পরিণত হয়েছিলেন। নিজের গানে বিভিন্ন ক্ষোভ ও সমস্যার কথা বলে মন জয় করেছিলেন তরুণদের। সর্বকালের সেরা শিল্পীদের তালিকায় তার অবস্থান প্রথম সারিতে। গানের মধ্যে মানবতার উপাখ্যান ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর তুলে এনেছিলেন তিনি।
১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান বব মার্লে। তার মৃত্যুর এত বছর পর শিল্পীর জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হলো সিনেমা 'বব মার্লে; ওয়ান লাভ' নামে বায়োপিক। ট্রেলারে বব মার্লে হিসেবে রীতিমতো চমকে দিয়েছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির।
Comments