জানুয়ারির ৩টিই ফ্লপ, কেমন হবে ফেব্রুয়ারির ৪ বাংলা সিনেমা

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের প্রেক্ষাগৃহে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'শেষবাজি'। এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। সাইমন সাদিক অভিনীত সিনেমাটি গত ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছিল সারাদেশে।

তারপর একে একে মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত 'কাগজের বউ' ও 'রুখে দাঁড়াও', এর পাশাপাশি সাফটা চুক্তির আওতায় কলকাতার বাংলা সিনেমা 'হুব্বা' মুক্তি পায়।

'হুব্বা' সিনেমায় মোশাররফ করিমের অভিনয় প্রশংসিত হলেও এটি তেমন ব্যবসা করতে পারেনি। একইরকমে বক্স অফিসে ব্যর্থ হয়েছে অন্য দুটি সিনেমাও।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী মানসম্মত গল্পের অভাব, মানহীন নির্মাণ, সুন্দর গান ও প্রচারণায় অভাব এই সিনেমাগুলোর ব্যর্থ হওয়ার অন্যতম কারণ। একটা সিনেমাকে দর্শকপ্রিয় করতে যেসব উপাদান প্রয়োজন সিনেমাগুলোর মধ্যে সেসব ছিলনা। 

বছরের প্রথম মাস জানুয়ারিতে বাংলা সিনেমাগুলোর ব্যর্থতার পর ফেব্রুয়ারি মাসজুড়ে একাধিক বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু দ্য ডেইলি স্টারকে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি 'পেয়ারার সুবাস' ও 'ট্র্যাপ', ১৬ ফেব্রুয়ারি 'ছায়াবৃক্ষ' ও 'শ্রাবণ জোৎস্নায়' সিনেমাগুলো মুক্তির জন্য আবেদন করেছে। 

আগামী ৯ ফেব্রুয়ারি জয়া আহসান অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত 'পেয়ারার সুবাস' সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। সিনেমাটির প্রযোজনা সংস্থা এ তথ্য জানিয়েছে। সরকারি অনুদানের এ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই।

৯ ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা  ট্র্যাপ'। এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। ইতোমধ্যেই মুক্তি উপলক্ষে প্রচারণাও শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

আগামী ১৬ ফেব্রুয়ারি চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা 'ছায়াবৃক্ষ' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান। 

একই তারিখে মুক্তির অপেক্ষায় রয়েছে আব্দুস সামাদ খোকন পরিচালিত দীঘি অভিনীত সিনেমা 'শ্রাবণ জোৎস্নায়'। সিনেমাটিতে দীঘির বিপরীতে আছেন গাজী আবদুন নূর। এটিও সরকারী অনুদানের সিনেমা। 

এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তির কথা রয়েছে 'টালমাতাল' ও 'সৈয়দ পুরের সৈয়দ সাহেব' নামে দুটি সিনেমা। 

নতুন সিনেমাগুলো মুক্তির পর দর্শকদের কাছে কতখানি গ্রহণযোগ্য হয় সেটিই এখন দেখার অপেক্ষায়।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

13h ago