নিজ শহর গাজীপুরে শায়িত হবেন আহমেদ রুবেল
সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে বৃহস্পতিবার গাজীপুরে তার নিজ শহরে জানাজা শেষে দাফন করা হবে।
গাজীপুরে নেওয়ার আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আহমেদ রুবেলের মরদেহ নেওয়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে, তার নিজের এলাকায়।
অভিনেতা তারিক আনাম খান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে 'পেয়ারার সুবাস' সিনেমার প্রিমিয়ার শোতে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল।
অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। অনেক বছর ধরে যুক্ত ছিলেন ঢাকা থিয়েটারের সঙ্গে। গেরিলা, আলফা, পেয়ারার সুবাসসহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Comments