স্পর্শিয়ার বিয়ের একগুচ্ছ ছবি

কক্সবাজারের ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত 

বসন্তের প্রথম দিনে নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ বুধবার কক্সবাজারের ইনানি বিচে হয়েছে বিয়ের আয়োজন। 

স্পর্শিয়ার বিয়ের একগুচ্ছ ছবি পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

দুই পরিবারের সম্মতিতে স্পর্শিয়ার বিয়ের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

গতকাল কক্সবাজার সৈকতে হয়েছে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান।

স্পর্শিয়ার বর সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। 

স্পর্শিয়ার বিয়ে। ছবি: সংগৃহীত

স্পর্শিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে।'

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা ২০১১ সালে। 'আমাদের দেশটা স্বপ্নপূরী' শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন। 

স্পর্শিয়ার বিয়ে। ছবি: সংগৃহীত

শাকিব খানের সঙ্গে 'নবাব এলএলবি', আসাদুজ্জামান আবীরের সঙ্গে 'কাঠবিড়ালী', তারিক আনাম খানের সঙ্গে 'আবার বসন্ত'সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago