এখন কারো সঙ্গে প্রেম নেই: স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নতুন আরেকটি সিনেমায় নিরবের জুটি হয়ে অভিনয় করছেন।
স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নতুন আরেকটি সিনেমায় নিরবের জুটি হয়ে অভিনয় করছেন। 

নতুন এই সিনেমার নাম 'সুস্বাগতম', পরিচালনা করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পাড়ে চলছে সিনেমাটির শুটিং।

এর আগে তাদের রোজিনা পরিচালিত 'ফিরে দেখা' সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল।  

অর্চিতা স্পর্শিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'নায়ক নিরবের সঙ্গে আবারও জুটি হয়ে এই সিনেমার কাজটা করছি। দুজনের মধ্যে কাজের অভিজ্ঞতাও চমৎকার।'

সিনেমাটির গল্প প্রেমের হলেও, একজন মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, 'গতমাসে আমার অভিনীত রোজিনা আপা পরিচালিত "ফিরে দেখা" সিনেমাটি মুক্তি পেয়েছে। ঈদে "লাল মাংসের ঝোল" নাটকে কাজের জন্য অনেক প্রশংসা পাচ্ছি।'

'এছাড়া "ক্রিয়েটিভ কোম্পানিতে" ক্রিয়েটিভ হেড ও প্রোডিউসার হিসেবে জয়েন করেছি। আমার এখন কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধু সিনেমা আর কাজের সঙ্গে সম্পর্ক,' বলেন স্পর্শিয়া।

Comments