যে কারণে হেলিকপ্টারে সাজেকে শাকিব খান

টানা ১৮ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে রাজকুমার সিনেমার শুটিং সেরে ঢাকায় ফিরেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।
শাকিব খান
ছবি: সংগৃহীত

টানা ১৮ দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে রাজকুমার সিনেমার শুটিং সেরে ঢাকায় ফিরেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ২২ ঘণ্টার লম্বা যাত্রা শেষে ঘণ্টা তিনেক গুলশানের বাসায় বিশ্রাম নিয়ে গতকাল বিকেলেই আবার হেলিকপ্টারে উড়ে রাঙামাটির সাজেকে উড়াল দিয়েছেন এই নায়ক।

ভ্রমণের জন্য নয়, শুটিং করতেই সাজেক যাওয়া। শুটিং শেষে আগামী শনিবার ঢাকায় ফিরবেন শাকিব খান।

রোজার ঈদে মুক্তি পাবে রাজকুমার। এ সিনেমার পুরো শুটিং প্রায় শেষ। বাকি দুদিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতেই সাজেক গেছেন তিনি। হেলিকপ্টারে করে নায়কের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনানও।

গত বছর মুক্তিপ্রাপ্ত  ব্যাপক সাফল্য পাওয়া 'প্রিয়তমা' সিনেমার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার।

গত ডিসেম্বরে মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। পরে শুটিং হয়েছে চেন্নাই ও মার্কিন মুলুকে। সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

Comments