এক সিনেমায় বুবলির তিন নায়ক
ঈদে ঢাকাই সিনেমার মুক্তির তালিকায় যুক্ত হয়েছে আরেকটি সিনেমা।
গতকাল রোববার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে 'মায়া' সিনেমাটির মুক্তির ঘোষণা ও ট্রেলার প্রকাশ করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলি।
শবনম বুবলি বলেন, 'সিনেমায় সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকা নিয়ে গল্প লেখা হয়। কিন্তু এই 'মায়া' সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা নায়িকা হিসেবে নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার। অভিনেতা মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান সহশিল্পী হিসেবে অসাধারণ। সিনেমায় আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন।'
সাইমন সাদিক বলেন, 'এ সিনেমায় প্রেম, বিরহ, জীবনের নানা বোধের গল্প আছে। অ্যাকশন, চমৎকার সংলাপ, শ্রুতিমধুর গান আছে যা দর্শকদের বিনোদিত করবে। ঈদে অনেক সিনেমা মুক্তি পাবে, যার যার দর্শক তাদের সিনেমা দেখবে। আমরা ইতিবাচক প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি।'
Comments