ঈদের ‘আনন্দমেলা’য় প্রথমবারের মতো রুনা লায়লা

নুসরাত ফারিয়ার সঞ্চালনায় ঈদ আনন্দমেলায় অংশ নেবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

ঈদে বিটিভির সবচেয়ে বড় আয়োজন 'আনন্দমেলা'। প্রতিবছর তারকাদের কেউ এই ম্যাগাজিন অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন। 

এবারের আয়োজনটি সঞ্চালনা করবেন নায়িকা নুসরাত ফারিয়া। যেখানে তার মুখোমুখি বসবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। 

এবারই প্রথম বিটিভি'র 'আনন্দমেলা'য় অংশ নিয়েছেন এই কণ্ঠশিল্পী।

এতে রুনা লায়লার সঙ্গে 'চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী' গানে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কণা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।

এছাড়া এই অনুষ্ঠানে শত বাউলের অংশগ্রহণে থাকছে তিনটি গানের কোলাজ। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে পালাগান। পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা, যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুইজন করে শিষ্য। 

এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান।

আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান শিল্পীরা।

আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় 'আনন্দমেলা' প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

41m ago