নুসরাত ফারিয়া কারামুক্ত

নুসরাত ফারিয়া গ্রেপ্তার
নুসরাত ফারিয়া। ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া।

আজ মঙ্গলবার বিকেল ৩টা ২৮ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুসরাত ফারিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি নুসরাত ফারিয়াকে আজ মঙ্গলবার সকালে জামিন দেওয়া হয়।

নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন।'

গতকাল এ মামলায় নুসরাতকে কারাগারে পাঠানো হয়।

তাকে গত ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক দ্য ডেইলি স্টারকে জানান, তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় এনামুল হক নামে এক ব্যক্তি আসামি করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে।
আদালতের নির্দেশে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ মে মামলাটি নথিভুক্ত করেন।

এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago