পরীমনির অপেক্ষা

পরীমনি। ছবি: সংগৃহীত

কর্মজীবন ও ব্যক্তিজীবন মিলিয়ে ফুরফুরে মেজাজে আছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। একদিকে সিনেমা ও ওয়েবফিল্মের শুটিং করছেন অন্যদিকে সন্তানকেও সময় দিচ্ছেন। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এসব বিষয় নিয়ে সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন পরীমনি।

ছেলের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

বছরের প্রথম দিন কেমন কাটলো জানতে চাইলে তিনি বলেন, 'বছরের প্রথম দিন পুণ্যকে নিয়ে প্রথমবার ঘোড়ার গাড়িতে ঘুরেছি। আমি যেরকম মজা পেয়েছি, তারচেয়ে বেশি মজা পেয়েছে সে। ভাবতেও পারিনি সে এতটা খুশি হবে। পু্ণ্যকে নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিনটি সুন্দর করে কাটাতে চেয়েছিলাম। সেজন্য ভেবেছিলাম বিশেষ কী করা যায়। তরপরই সিদ্বান্ত নিই ওকে নিয়ে ঘোড়ার গাড়িতে ঘুরব। মা-পুত্র অনেক আনন্দ করেছি। সন্তান আমার কাছে প্রথম ভালোবাসা। সন্তানের জন্যই আমার সবকিছু এখন সুন্দর। সৃষ্টিকর্তার রহমতে ওকে যেন ভালো মানুষ হিসেবে গড়তে পারি এটাই প্রত্যাশা।'

এই প্রথম নানাভাইকে ছাড়া ঈদ করলেন পরীমনি। তিনি বলেন, 'সত্যি বলতে নানাভাইকে ছাড়া ঈদ ভালো কাটেনি। বারবার তার কথা মনে পড়েছে। তিনি ছিলেন আমার অভিভাবক।'

মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েবফিল্ম 'রঙিলা কিতাব' নিয়ে দারুণ আশাবাদী পরীমনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'দারুণ একটি কাজ হয়েছে। "রঙিলা কিতাব" দর্শকদের ভালো লাগবে। আমার চরিত্রটিও সবার ভালো লাগবে। কাজটি করে সত্যিই মুগ্ধ। আশা করছি চলতি বছরের যে কোনো সময় দর্শকরা এটি দেখতে পারবেন। আমিও এটি দেখার অপেক্ষা করছি।'

অন্যদিকে পরীমনির ক্যারিয়ারে যোগ হয়েছে নতুন মাত্রা। প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করছেন তিনি। 'ফেলুবকশি' নামে থ্রিলার ঘরানার একটি সিনেমার শুটিং করেছেন। এটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। এতে পরীমনি অভিনয় করছেন লাবণ্য চরিত্রে।

পরীমনি। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে তিনি বলেন, 'খুব ভালো কিছু হতে চলেছে। সবাই আশীর্বাদ করবেন। যেন ভালো কিছু করতে পারি। লাবণ্য চরিত্রটি সত্যিই দারুণ। লাবণ্যর প্রতি ভালোবাসা ও মায়া ধরে গেছে।'

'ডোডোর গল্প' নামে সরকারি অনুদানের একটি সিনেমাও করছেন ঢালিউডের এই নায়িকা। তিনি বলেন, "ডোডোর গল্প" সিনেমার গল্পটাই শক্তিশালী। আমিও ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছি। এভাবেই ভিন্ন ভিন্ন চরিত্রে ও গল্পে নিজেকে দেখতে চাই। দর্শকদের কাছাকাছি থাকতে চাই।

সবশেষে পরীমনি বলেন, 'আমি একজন অভিনয়শিল্পী। অভিনয় ভালোবাসি। প্রতিনিয়ত নতুন নতুন গল্প খুঁজি। চরিত্র খুঁজি। "রঙিলা কিতাব" কাজটি মুক্তির অপেক্ষা করছি। "ডোডোর গল্প" সিনেমার জন্য অপেক্ষা করছি। কলকাতার "ফেলুবকশি"র জন্য অপেক্ষা করছি। আরও নতুন কাজ আসবে। সবই আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে।'

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

34m ago