নিউইয়র্ক ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কার জিতল চঞ্চল চৌধুরীর পদাতিক

‘একটু আগে পরিচালক সৃজিত মুখার্জি আনন্দের খবরটি আমাকে জানিয়েছেন। আমি খুব আনন্দিত।’
‘পদাতিক’ টিজারে মৃণাল সেনের রূপে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

ভারতের পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় চঞ্চল চৌধুরী প্রথমবার একটি সিনেমা করেছেন। পদাতিক নামের সিনেমাটি মুক্তির আগেই নিউইয়র্ক থেকে পুরস্কার জিতে নিয়েছে। আর সেটি হচ্ছে নিউইয়র্ক ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা স্ক্রিন প্লে পুরস্কার।

পদাতিক সিনেমার এমন অর্জনের কথা আজই জেনেছেন পরিচালক সৃজিত মুখার্জি। সুসংবাদটি তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীকেও জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে আজ সোমবার বলেন, 'পদাতিক সিনেমার জন্য এটা বড় অর্জন। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কাজটি করেছি। খুব ভালো লাগছে খবরটি জেনে।'

তিনি আরও বলেন, 'একটু আগে পরিচালক সৃজিত মুখার্জি আনন্দের খবরটি আমাকে জানিয়েছেন। আমি খুব আনন্দিত।'

উল্লেখ্য, পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের ভূমিকায়। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments