আনকাট সেন্সর পেল শাকিব খানের 'তুফান'

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা 'তুফান' আনকাট সেন্সর পেয়েছে। আজ মঙ্গলবার রাতে সিনেমাটিকে মৌখিক 'নো অবজেকশন' জানানো হয়।

সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'তুফান' সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।' 

তিনদিন আগে আগে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় 'তুফান'। জানা যায়, আগামীকাল বুধবার অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে 'তুফান' ছবির পরিচালক প্রযোজকদের কাছে। 

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত 'তুফান' অ্যাকশন ধাঁচের ছবি। এর প্রকাশিত টিজার ও গান 'লাগে উরাধুরা' গানটি দুই বাংলা জুড়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে।

ছবিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান।

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

1h ago