শাকিব দ্বিতীয়বার 'তুফান' দেখলেন যে কারণে

গতকাল শুক্রবার ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিবের এ সিনেমা।
শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে আয়োজিত স্পেশাল স্ক্রিনিংয়ে 'তুফান' দেখার পর আবার প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনীত সিনেমাটি দেখলেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান।

এবার তিনি তার নিজের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের সংশ্লিষ্ট চার শতাধিক কর্মকর্তা ও পরিবারেরর সদস্যদের নিয়ে দুটি থিয়েটার বুক করে 'তুফান' দেখেছেন। যেখানে প্রতিষ্ঠানটির ডিরেক্টর শাকিব খান নিজেও উপস্থিত ছিলেন।

সারাদেশে তুফানের ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে। দেশ ছাড়িয়ে গতকাল শুক্রবার ১৫টি দেশে মুক্তি পেয়েছে শাকিবের এ সিনেমা।

শাকিব খান
ছবি: সংগৃহীত

ঈদ পরবর্তী কর্মব্যস্ততার মাঝে নিজের অফিসে স্টাফদের সঙ্গে এই উদযাপনে অংশ নেন শাকিব। সিনেমাটি আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাবে বলে সিনেমাটির প্রযোজনা সংস্থা জানিয়েছে।

শাকিব খান বলেন, 'আমার রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যদের নিয়ে, লিলির সৌজন্যে সবাই আজকে তুফান দেখতে এসেছি। ঈদের আগে থেকে আমার অফিসের সবাই সিনেমা দেখার দাবি জানিয়েছিল। আমি কিন্তু বেশ আগে থেকেই সব সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে। তারা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে। আমার এই পরিবারের উচ্ছ্বাসে আমি গর্বিত।'

রায়হান রাফী পরিচালিত 'তুফান' মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও হাউজফুল যাচ্ছে সিনেমা হলগুলোতে।

Comments