বিয়েবাড়ির আবহে এবার ঈদের 'আনন্দমেলা'

বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং হয়েছে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের।
ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)'আনন্দমেলা' অনুষ্ঠানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করছেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক। অনুষ্ঠানটি  প্রচারিত হবে ঈদুল আজহার দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বিটিভি সূত্রে জানা গেছে,  বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং হয়েছে 'আনন্দমেলা' অনুষ্ঠানের। সেখানে পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে। এসে তারা খুঁনসুটি ও আড্ডায় মেতে ওঠেন। 

এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে। আরও আছেন সুলাইমান সুখন, ডানা ভাই জোশ। 

কণ্ঠশিল্পী কণা, শফি মন্ডল ও মাহতিম সাকিব বিয়েবাড়ির অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। 

আতিয়া আনিসা 'চলো নিরালায়' গানটি পরিবেশন করবেন। যমজ দুইভাই দিব্য ও সৌম্য থাকবেন ওই বিয়ের দাওয়াতে। যমজ হওয়ায় তাদের বিড়ম্বনায় পড়তে হয় সেখানে। 

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান এবং ওয়াহিদা জলি তাদের বিয়ে ও বিবাহিত জীবনের নানান ঘটনা-দর্শন জানাবেন। চিত্রনায়িকা পূজা চেরীর বিভিন্ন জনপ্রিয় গানের সাথে  নৃত্য পরিবেশন করবেন। থাকছে  'জলের গান'  ব্যান্ডের পরিবেশনা।

আনন্দমেলা' অনুষ্ঠানটি  প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও মো. হাসান রিয়াদ। 

Comments