‘নীল জোছনা’য় চিকিৎসক হয়ে আসছেন পার্থ বড়ুয়া

‘নীল জোছনা’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মেহের আফরোজ শাওন, ইন্তেখাব দিনার, এসএম নাঈম ও ভারতের পাওলি দাম।
পার্থ বড়ুয়া। ছবি: সংগৃহীত

 

শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া গানের পাশাপাশি নিজেকে একজন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। আবার তাকে দেখা যাবে নতুন এক সিনেমায়। ইতোমধ্যে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন 'নীল জোছনা' সিনেমায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান।

'নীল জোছনা' পার্থ বড়ুয়া অভিনীত তৃতীয় সিনেমা। সর্বপ্রথম তিনি সিনেমায় অভিনয় করেন ২০১৬ সালে অমিতাভ রেজা পরিচালিত 'আয়নাবাজি' সিনেমায়। এরপর তাকে দেখা গেছে ২০২২ সালে 'মেইড ইন চিটাগাং' সিনেমায়।

সরকারি অনুদানের সিনেমা 'নীল জোছনা' নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস 'নীল জোছনার জীবন' অবলম্বনে। সিনেমাটিতে পার্থ বড়ুয়া ডা. তরফদার চরিত্রে অভিনয় করবেন।

পার্থ বড়ুয়া বলেন, 'নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে আমার বন্ধুত্ব র্দীর্ঘদিনের। গল্প আর চরিত্র পছন্দ হয়েছে বলেই এবারই প্রথমবারের মতো তার সিনেমায় অভিনয় করছি। আশা করছি ভালো একটি কাজ হবে।'

ফাখরুল আরেফীন খান বলেন, 'ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরণের চরিত্রে তাকে এর আগে কেউ দেখেননি।'

এর আগে 'ভূবন মাঝি', 'গণ্ডি, 'জেকে ১৯৭১' নির্মাণ করেছেন ফাখরুল আরেফীন খান।

'নীল জোছনা' সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মেহের আফরোজ শাওন, ইন্তেখাব দিনার, এসএম নাঈম ও ভারতের পাওলি দাম।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 5 die, 872 hospitalised in a day

Highest number of single-day hospitalisations this year

10m ago