অপেক্ষায় তমা মির্জা

তমা মির্জা। ছবি: সংগৃহীত

তমা মির্জা নদীজন সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ওটিটি ও চলচ্চিত্র দুই মাধ্যমেই পেয়েছেন দর্শকপ্রিয়তা। সবশেষ সুড়ঙ্গ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করেও সফলতা ধরে রেখেছেন।

তবে বেশ কিছুদিন ধরে শুটিংয়ে না থাকলেও নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের এই নায়িকা। আগামী মাসে নতুন সিনেমার শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। যদিও এখনই কাজটি নিয়ে চূড়ান্ত কিছু বলতে চাইছেন না। তার ভাষ্য, সময় হলে জানাবেন।

নতুন সিনেমার জন্য ওজন কমানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।

তমা মির্জা বলেন, 'আজ হোক, কাল হোক অভিনয়ে ফিরতে হবে। অভিনয় আমার পেশা, নেশা ও ভালোবাসা। অভিনয় ভালোবাসি। সেভাবে এখন প্রস্তুতির অংশ হিসেবে ওজন কমাচ্ছি।'

এ ছাড়া এই সময়ে প্রচুর সিনেমা দেখছেন তিনি। দেশি-বিদেশি সব ধরনের সিনেমা দেখছেন।

তমা মির্জা। ছবি: সংগৃহীত

তমা মির্জা বলেন, 'প্রচুর সিনেমা দেখছি। আমি মনে করি অভিনয় চর্চার বিষয়। নিয়মিত অভিনয় না করলে তা ভুলে যাওয়ার ঝুঁকি থাকে। সেজন্যই একটার পর একটা সিনেমা দেখছি। এতে করে অনেক কিছু শিখতে পারছি। আবার ভালোলাগার বিষয়টিও কাজ করছে।'

সিনেমা দেখার বিষয়ে তিনি আরও বলেন, 'শ্রীকান্ত দেখেছি। কী যে ভালো লেগেছে! তা ছাড়া বই পড়ছি। বই পড়েও ভালো লাগছে।'

আগামী বছরের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, 'একাধিক কাজ নিয়ে কথা হচ্ছে। আশা করছি আগামী বছর একাধিক সিনেমা এবং ওটিটিতে কাজ হবে। সেভাবেই এগোচ্ছি।'

কথায় কথায় সুড়ঙ্গ সিনেমার প্রসঙ্গ চলে আসে।

তমা মির্জা বলেন, 'সুড়ঙ্গ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সবার চেষ্টায় সুন্দর একটি কাজ হয়েছে। এখনও সুড়ঙ্গর কথা বলেন অনেকে। বিষয়টি উপভোগ করি।'

তমা মির্জা ক্যারিয়ারে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম করেছেন। তার মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

তিনি বলেন, 'খাঁচার ভিতর অচিন পাখি আমার পছন্দের একটি কাজ। এ ছাড়া আরও কয়েকটি ওয়েব ফিল্ম করেছি যেগুলো দর্শকরা গ্রহণ করেছেন।'

'ফ্রম বাংলাদেশ' নামের একটি নতুন সিনেমার শুটিং করেছেন। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। এই পরিচালকের নদীজন সিনেমায় অভিনয় করে তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন।

তিনি বলেন, 'ফ্রম বাংলাদেশ অসাধারণ গল্পের একটি সিনেমা। শুটিং শেষ করেছি।'

সম্প্রতি সিঙ্গাপুর ঘুরে এসেছেন এই নায়িকা। পরিবার নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, 'মাকে নিয়ে অনেক দেশে গেছি। শুটিংয়ে দেশের বাইরে গেলে মাকে সঙ্গে নিতাম। বাবাকে নিয়ে এবারই প্রথম দেশের বাইরে ঘুরে এলাম। সবাই মিলে খুব আনন্দ করেছি।'

চলতি বছর যুক্তরাষ্ট্রে শো করেছেন।

তমা মির্জা বলেন, 'পারফরমেন্স ভালোই লাগে। দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানা যায়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অপেক্ষা করছি ভালো কিছুর জন্য। সবসময়ই তাই করে আসছি। ভালো কাজের জন্য অপেক্ষার ফলাফল সবসময়ই ভালো হয়। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।'

অন্যদিকে শোবিজে জোর গুঞ্জন চলছে, রায়হান রাফী ও তমা মির্জার বন্ধুত্বে ভাঙন ধরেছে।

এই বিষয়ে তিনি বলেন, 'নো কমেন্ট'।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

58m ago