রায়হান রাফীর নতুন সিনেমায় বাংলাদেশের রাজ ও কলকাতার জিৎ

লায়ন সিনেমার দুই অভিনেতার সঙ্গে রায়হান রাফী। ছবি: সংগৃহীত
লায়ন সিনেমার দুই অভিনেতার সঙ্গে রায়হান রাফী। ছবি: সংগৃহীত

শাকিব খান  অভিনীত 'তুফান' সিনেমার সাফল্যের পর এবার 'লায়ন' নামে নতুন  আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফী।

এতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা শরীফুল রাজ ও কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।

আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করে পরিচালক রায়হান রাফী বলেন, 'লায়ন' সিনেমাটি ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে। এটি একটি অ্যাকশন নির্ভর সিনেমা।

'লায়ন' যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। চলতি বছরেই শুরু হবে শুটিং।

শুটিং শুরুর আগেই প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমার নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে সংবাদ সম্মেলন বিস্তারিত জানাবেন।

রায়হান রাফী নির্মিত সিনেমার মধ্যে রয়েছে পরাণ, দহন, দামাল, সুড়ঙ্গ ও তুফান।

 

Comments